খেলা ডেস্ক: আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের প্রাথমিক পর্বে বাংলাদেশকে লড়তে হবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির বিরুদ্ধে। অন্যদিকে, ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে। শক্তিশালী অস্ট্রেলিয়ার গ্রুপে আছে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডকে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার সাথে রাখা হয়েছে।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এই টুর্নামেন্টটি ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ শেষ হবে, ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের মধ্যকার সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে আইসিসি গ্রুপ এবং সূচি প্রকাশ করেছে।
প্রথম রাউন্ডের গ্রুপগুলো নিম্নরূপ-
গ্রুপ-এ: ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, নামিবিয়া
গ্রুপ-বি: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ওমান
গ্রুপ-সি: ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, নেপাল, ইতালি
গ্রুপ-ডি: নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কানাডা, আরব আমিরাত
আসরের ফাইনাল আট মার্চ আহমেদাবাদ অথবা কলম্বোতে অনুষ্ঠিত হবে। যদি পাকিস্তান ফাইনালে উঠে তাহলেই ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে। একইভাবে দুটি সেমিফাইনাল চার মার্চ কলকাতায়, অথবা পাকিস্তান যোগ্যতা অর্জন করলে কলম্বোতে এবং পাঁচ মার্চ মুম্বাইতে অনুষ্ঠিত হবে।
ইভেন্টের অন্যান্য ভেন্যু হল ভারতের দিল্লি ও চেন্নাই এবং শ্রীলঙ্কার ক্যান্ডি। কলম্বোর ম্যাচগুলো হবে প্রেমাদাসা ও সিংহলিজ স্পোর্টস ক্লাবে। শ্রীলঙ্কা বা পাকিস্তানের সাথে জড়িত সব গ্রুপ ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। গ্রুপ বি-তে থাকা অন্যান্য দলগুলো – অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান, জিম্বাবুয়ে তাদের সব গ্রুপ ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। ভারত এবং নেদারল্যান্ডসই একমাত্র দল যাদের গ্রুপ ম্যাচ চারটি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলাগুলো সকাল ১১টা, বিকাল ৩টা এবং সন্ধ্যা ৭টায় শুরু হবে।
আসরের ফরমেট ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত আসরের মতোই থাকছে, যেখানে ২০ দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বটি ৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল ২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত সুপার এইট পর্বে যাবে, যেখানে তাদেরকে দুটি গ্রুপে ভাগ করা হবে।
প্রতিটি দল তাদের সুপার এইট গ্রুপের বাকি তিনটি দলের সাথে খেলবে এবং প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে। সূত্র: একাত্তর।





