বগুড়ার নন্দীগ্রামে পুকুর থেকে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে এক্সেভেটরসহ যন্ত্রাংশ জব্দ

নন্দীগ্রাম (বগুড়া)প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে ৭ জানুয়ারি (বুধবার) বুড়ইল বীরপলী গ্রামে পুকুর সংস্থারের নামে চলছে অবৈধভাবে মাটি বিক্রির মহোৎসব। মাটি বহনকারী ড্রাম ট্রাক চলাচলের সময় রাস্তায় মাটি পড়ে রাস্তা নষ্ট এবং ব্যপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এলাকার কয়েকজন অবৈধভাবে মাটি বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

নন্দীগ্রাম বিরপলী গ্রামে অবৈধভাবে পুকুর খননের নামে মাটি কেটে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার এবং পরিবেশের ভারসাম্য নষ্ট করার অপরাধে সহকারী কমিশনার( ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার ও থানার সঙ্গীয় ফোর্সসহ ভ্রাম্যমান আদালতে, ভেকু এক্সকেভেটরের ব্যাটারিসহ জব্দ করা হয় অন্যান্য যন্ত্রাংশ। এ সময় ওই স্থানে কাউকে উপস্থিত পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। অভিযানকালে অবৈধ মাটি কাটার ব্যবহৃত এক্সেভেটর এর একটি ব্যাটারি, ৪টি তেল পাইপ, ইঞ্জেক্টর ২টি এবং ১টি ইন্জিনের হেড কভার জব্দ করা হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।