বগুড়ার নন্দীগ্রামে জেলা প্রশাসক তৌফিকুর রহমানের মতবিনিময় ও উপকরণ প্রদান

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সূধীবৃন্দের সাথে বগুড়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ই জানুয়ারী (বৃহস্পতিবার) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষ ভদ্রাবতীতে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা’র সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ তৌফিকুর রহমান। ওই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নন্দীগ্রাম ক্যাম্প কমান্ডার সাখাওয়াত হোসেন প্রিন্স, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, উপজেলা নির্বাচন অফিসার তাজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার সরদার মোঃ ফজলুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এসএম সারোয়ার জাহান, উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, উপজেলা যুব উন্নয়ন অফিসার (ভারপ্রাপ্ত) আফতাব উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার বানু, উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, উপজেলা সমবায় অফিসার ঝরনা রানী দেবনাথ, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, ওসির প্রতিনিধি এসআই সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুতের এজিএম, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের এর ব্যবস্থাপক ওমর ফারুক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিনিধি, উপজেলা আনসার ভিডিপি অফিসার, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি প্রমুখ।

উল্লেখ্য, মতবিনিময় শেষে জেলা প্রশাসক তৌফিকুর রহমান উপজেলার দরিদ্র-অসহায় পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ করেন।