বগুড়ার নন্দীগ্রামে কিন্ডারগার্টেন স্কুলস অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : শনিবার ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেজি প্রথম থেকে তৃতীয় শ্রেণী প্রর্যন্ত, দুপুর ২ থেকে চতুর্থ শ্রেণী থেকে উপজেলার কাজী আব্দুল ওয়াজেদ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রথম থেকে অষ্টম শ্রেণির মোট ১৪৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ছাতার, সচিব গোলাম মোস্তফা মতিন, শিক্ষা চসিব মহসিন আলী, সদস্য আব্দুল হাই ঠান্ডু, মেধাভিত্তিক এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক শিক্ষায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অবিভাকরা।