নিজস্ব প্রতিবেদক: সবুজের বুক জুড়ে রোদের আলো, তার মাঝে রঙিন ডানায় বসে থাকা এক টুকরো নীরবতা- প্রকৃতির সবচেয়ে সুন্দর ভাষা। ফুলের গন্ধ আর প্রজাপতির ডানার ছোঁয়ায় থেমে যায় সময়, মুহূর্তটা হয়ে ওঠে চিরসবুজ স্মৃতি। প্রকৃতি যখন কথা বলে রঙে আর আলোয়, তখন একটি প্রজাপতিই হয়ে ওঠে তার সবচেয়ে সুন্দর কবিতা। সব ব্যস্ততার বাইরে, সবুজের কোলে ফুল আর প্রজাপতির এই মিলন যেন শান্তির এক নিঃশব্দ উৎসব। রঙিন ডানায় ভর করে ছোট্ট এক প্রজাপতি মনে করিয়ে দেয়- সৌন্দর্য সবসময় জোরে কথা বলে না। এ দৃশ্য দেখে পথিকের চোখ জুড়ায়। ছবিটি সম্প্রতি বগুড়ার শাজাহানপুর উপজেলার রাধানগর থেকে তোলা।
ফুলের বুকে নতুন অতিথি





